কুমিল্লায় বাসে পেট্রলবোমার ঘটনায় আটক ১৫, গুলিবিদ্ধ ৪
কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমার হামলায় হতাহতের ঘটনায় ১৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানের সময় শিবিরের চার নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা হলো—চৌদ্দগ্রাম উত্তরের শিবির সভাপতি বোরহান উদ্দিন, সদস্য ইউসুফ, আবু সুফিয়ান ও আবদুল আলিম।
সোমবার দিবাগত রাতে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় আগুনে পুড়ে সাত যাত্রী নিহত হন। আহত হন আরো বেশ কয়েকজন।
চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ এনটিভিকে জানান, মহাসড়কের নিরাপত্তা জোরদার করতে চৌদ্দগ্রাম অংশে আনসার নামানো হয়েছে। চৌদ্দগ্রামের বাসে আগুন দেওয়ার ঘটনা তদন্তে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলামুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে প্রশাসন।
চৌদ্দগ্রামের এ নাশকতার ঘটনার সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে পারলে পুলিশ প্রশাসন এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ আজ বুধবার চৌদ্দগ্রামে আসছেন। আটক ব্যক্তিদের বিষয়ে তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন।