নবীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জের নবীগঞ্জে পাথরবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে একজন ট্রাকচালক এবং দুজন চালকের সহকারী।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আজ রোববার সকাল ৭টার দিকে সদরঘাট নতুন বাজার এলাকায় দ্রুতগতিতে আসা সিলেটগামী একটি খালি ট্রাক ও বিপরীত দিকে আসা ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই ট্রাকের এক চালক নিহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। ট্রাকে থাকা চালকের দুই সহকারী ও অপর ট্রাকের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় লোকজন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় প্রতিনিয়তই বড় বড় সড়ক দুর্ঘটনা ঘটছে। ধারাবাহিক দুর্ঘটনায় যেন মহাসড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।