জয়পুরহাটের স্কুলশিক্ষিকা হাসিনা আফরোজ আর নেই
জয়পুরহাটের রামদেও বাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা হাসিনা আফরোজ আজ সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিডনি ও রক্তস্বল্পতা রোগে ভুগছিলেন।
হাসিনা আফরোজ জয়পুরহাটের শহীদ জিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জয়পুরহাট শহর বিএনপির আহ্বায়ক শামসুল হকের স্ত্রী। তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
মরহুমার জানাজা কাল মঙ্গলবার জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
হাসিনা আফরোজের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান, সহসভাপতি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম শফি, জয়পুরহাট প্রেসক্লাবের সহসভাপতি আবুবকর সিদ্দিক, জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক ও এনটিভির জয়পুরহাট জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠু প্রমুখ।