গুলশান হত্যাকাণ্ড, দেশজুড়ে শোক ও প্রতিবাদ
রাজধানীর গুলশানে রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় শোক, প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে নিহতদের স্মরণ করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় হলি আর্টিজানে হামলা ও জিম্মি করার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা জিম্মি করে রাখে বিদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে। পরের দিন অভিযান চালানোর পর আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী জানায়, ওই ঘটনায় মোট ২৮ জন নিহত হয়েছেন। এরমধ্যে আছেন দুই পুলিশ কর্মকর্তা, ১৭ জন বিদেশি নাগরিক এবং পাঁচজন সন্ত্রাসী।
আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
মারুফ আহমেদ, সিলেট
সোমবার দুপুরে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান পরিচালক বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক পরিচালক ভবতোষ রায়, বর্মন রানা, জাতীয় আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সংগঠনের সভাপতি অনুপ কুমার দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।
প্রগতিশীল রাজনীতিবিদ, পেশাজীবী সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের নাট্য ও সংস্কৃতি কর্মীকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
সোমবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের জুবিলী রোডে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিকেল ৬টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত ‘মুন্সীগঞ্জবাসীর’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আল-মাহমুদ বাবু, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের জেলা সভাপতি রেজাউল ইসলাম সংগ্রাম, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর জাকির হোসেন বেপারী, শহর আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান ভুঁইয়া, পঞ্চসার ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদ হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, জেলা তরুনলীগের নেতা আপন দাস প্রমুখ।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
খুলনায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা। খুলনা বিএমএর সভাপতি শেখ বাহারুল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএ খুলনা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কাজল আহমেদ প্রমুখ ।
বিএমএ খুলনা শাখার সভাপতি শেখ বাহারুল আলম গুলশান ট্যাজেডিতে নিহতদের উদ্দেশ্যে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সঞ্জিব দাস, ফরিদপুর
নিহতদের স্মরনে ফরিদপুরে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছে জেলা আওয়ামী লীগসহ সহযোগী বিভিন্ন সংগঠন।
রাত ৮টার দিকে ফরিদপুর স্টেডিয়াম থেকে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে অম্বিকা ময়দানে অবস্থিত জেলার প্রধান শহীদ মিনারে মোমবাতি জ্বালয়ে গিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়।
আলোর মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহা, তোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান নেভীসহ সহযোগী বিভিন্ন সংগঠনের নেতারা।
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসব কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি রিয়াজ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন আহমেদ, বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সাধারণ সম্পাদক মো. আলী, পূজা পরিষদের সভাপতি শ্যামল পালিত বক্তব্য দেন।
আবুল কালাম আজাদ, লক্ষ্ণীপুর
দুপুর ১২ টার দিকে শহরে মিছিল করে জেলা ছাত্রলীগ। মিছিলটি উত্তর তেমুহনী ট্রাফিক চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিণ তেমুহনী ট্রাফিক চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলব, বর্তমান জেলা সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পঞ্চগড় জেলা ছাত্রলীগ।
সোমবার দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার, সাধারণ সম্পাদক মারুফ রায়হান, আরিফুজ্জামান আরিফ, হাবিব শিশির, শুভ শাহরিয়ার প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বক্তারা গুলশানে জঙ্গি হামলা সহ সারা দেশে গুপ্ত হত্যার ষড়যন্ত্রকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।
কাকন রেজা, শেরপুর
গুলশান হত্যাকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল কলেছে জেলা ছাত্রলীগ। সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে পথ সভায় মিলিত হয়।
ছাত্রলীগ সভাপতি জুনায়েদ নুরানী মনি ও সম্পাদক নাজমুল আলম সম্রাটের নেতৃত্বে মিছিলে অন্যদের মধ্যে ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হাসান উৎপল, খোরশেদ আলম ইয়াকুব সহ ছাত্রলীগের বেশ কয়েকজন সাবেক নেতা অংশগ্রহণ করেন।
পরে শেরপুর থানা মোড়ে এক পথ সভায় বক্তব্য দেন জুনায়েদ নুরানী মনি, নাজমুল আলম সম্রাট, আনোয়ার হাসান উৎপল, খোরশেদ আলম ইয়াকুব প্রমুখ।