বরিশালে কখন কোথায় ঈদের জামাত
বরিশাল নগরীতে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে নগরীর বান্দ রোডের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৮টায়।
বরিশাল ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবদুল মান্নান জানান, হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টার প্রধান জামাতে ইমামতি করবেন স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা শরফউদ্দিন বেগ।
বিভাগের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফ মাঠে সকাল ৯টায়। ছারছিনা দরবার শরিফ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
জামে কসাই মসজিদের উদ্যোগে এ কে স্কুল মাঠে সকাল ৯টায় ও সকাল ১০টায়, চকবাজার জামে এবায়দুল্লাহ মসজিদে সকাল ৯টায় ও সাড়ে ১০টায়, সদর রোডের জামে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৯টায় ও সাড়ে ১০টায় এবং পুলিশ লাইনস জামে মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নগরীর বেলতলা মাহমুদিয়া মাদ্রাসা ময়দানে সকাল সাড়ে ৮টায়। এ ছাড়া নগরীর মসজিদগুলোর মধ্যে সকাল ৮টায় বিএম কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ, জেলগেট জামে মসজিদ, ওয়াপদা জামে মসজিদ, কালু শাহ সড়ক জামে মসজিদ, সকাল সাড়ে ৮টায় আমানতগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা, নথুল্লাবাদ হোসাইনিয়া মাদ্রাসা, গোরস্তান ঈদগাহ মাঠ, বাজার রোড খাজা মইনউদ্দিন মাদ্রাসা মসজিদ, পাওয়ার হাউস মসজিদ, মেডিকেল কলেজ জামে মসজিদ, কালীজিরা ঈদগাহ মাঠ, হরিণাফুলিয়া মাদ্রাসা মাঠ ও বালুরমাঠ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সিঅ্যান্ডবি রোড তেমাথা মসজিদ, হাটখোলা জামে মসজিদ, ল’ কলেজ জামে মসজিদ, করিম কুটির জামে মসজিদ, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ, বরিশাল কলেজ জামে মসজিদ ও পোর্ট রোড জামে মসজিদে।
এ ছাড়া নগরীর ৩০টি ওয়ার্ড ও জেলার ১০ উপজেলায় ছোট বড় অন্তত তিন শতাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।