রাজবাড়ীতে ৩টি হাতবোমাসহ গ্রেপ্তার ১
রাজবাড়ী সদর থানার পুলিশ গতকাল শুক্রবার দিবাগত রাতে তিনটি হাত বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া সোহরাব ওরফে কামাল ওরফে কাসেমের বাড়ি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ট্রলার ঘাটে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে একটি ব্যাগ হাতে করে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা সোহরাবকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তার ব্যাগে রাখা একটি হাতবোমা বিকট আওয়াজে বিস্ফোরিত হয়। এতে রাবেয়া নামের এক গৃহবধূ ও রফিক নামের এক ব্যক্তিসহ দুই এলাকাবাসী সামান্য আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগে রাখা তিনটি তাজা হাতবোমাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। বোমা তিনটি একটি বালুর বালতিতে রাজবাড়ী সদর থানায় রাখা হয়েছে।
এ ব্যাপারে বিস্ফোরক দ্রব্য আইনে সোহরাবের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওসির ধারণা, সন্ত্রাসমূলক কোনো কর্মকাণ্ডের জন্য সোহরাব ব্যাগে করে হাতবোমাগুলো বয়ে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।