পাবনার নবনির্বাচিত চেয়ারম্যানের ইন্তেকাল
পাবনার সাঁথিয়া উপজেলার আর আতাইকুলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও আর আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী বিশ্বাস (৫৫) আর নেই। গত ৫ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
কোরবান আলী বিশ্বাস স্ত্রী, এক ছেলে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
৬ জুলাই সকালে জানাজা শেষে কোরবান আলী বিশ্বাসকে আতাইকুলা কবরস্থানে দাফন করা হয়।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপিসহ বিপুলসংখ্যক মানুষ জানাজায় শরিক হন।