জাতীয়করণের দাবিতে সঈদউদ্দিন কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
জাতীয়করণের দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
আজ রোববার দুপুরে উপজেলা সদরে ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে।
কলেজের অধ্যক্ষ মো. জাহির উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, সম্প্রতি উপজেলা সদরের কলেজগুলো জাতীয়করণের ঘোষণা দেয় সরকার। ঘোষণা অনুযায়ী মাধবপুর পৌর এলাকার ভেতরে অবস্থিত সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রি কলেজ জাতীয়করণ হওয়ার কথা থাকলেও নিয়ম-নীতি উপেক্ষা করে উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরের একটি কলেজকে জাতীয়করণ করা হয়েছে।
অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনবি) কাছে স্মারকলিপি দেওয়া হয়।