বরিশালে হিন্দুদের দেশত্যাগের হুমকি দিয়ে চিঠি
বরিশাল নগরীর বাসিন্দা হিন্দুদের দেশত্যাগের হুমকি দিয়ে মন্দিরে বেনামি চিঠি দেওয়া হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় নগরীর কালীবাড়ী রোডের পাষানময়ী কালীমাতার মন্দিরের প্রণামী থালায় ওই চিঠি পাওয়া যায়।
মন্দিরে পূজার জন্য মূল দরজা খুলে প্রণামী থালায় ভাঁজ করা একটি কাগজ দেখতে পান পুরোহিতের স্ত্রী। হাতে লেখা চিঠিতে বলা হয়, হত্যা, কিলিং টার্গেট মিশন এবার বরিশালে অবস্থান করছে। বরিশালের সমস্ত মন্দির পুরোহিত এবং হিন্দু সংগঠনের নেতাদের মৃত্যু অনিবার্য। হিন্দু নেতা, চাকরিজীবী এবং সাধারণ নাগরিকদেরও একে একে হত্যা করা হবে। বরিশালের বিএনপির এক নেতা ও আওয়ামী লীগের বর্তমান জনপ্রিয় এক নেতার সহযোগিতায় হত্যা ও টার্গেট কিলিং মিশন সফল করা হবে। পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী কেউ এই হামলা ও হত্যা ঠেকাতে পারবে না। হিন্দুরা বাঁচতে চাইলে ভারত চলে যাও।
পরে লেখা ছিল ‘এটা কোনো হাসি তামাশা নয়। সাবধান।’