মাদারীপুরের বিএনপি নেতার মৃত্যুতে খালেদা জিয়ার শোক
মাদারীপুরের শিবচর থানা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা চৌধুরী মিঠুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ রোববার এক শোকবার্তায় খালেদা জিয়া দুঃখ প্রকাশ করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই শোকবার্তায় স্বাক্ষর করেন। এতে খালেদা জিয়া বলেন, মাদারীপুরের শিবচর থানা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা চৌধুরী মিঠু শিবচর থানা বিএনপিকে সুসংগঠিত এবং অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী প্রয়াত নাজমুল হুদা চৌধুরী মিঠু আমৃত্যু দলীয় আদর্শ লালন করে গেছেন।
শিবচর থানা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নাজমুল হুদা চৌধুরী মিঠুর অবদান কোনো দিনই ভোলার নয়। তাঁর মৃত্যুতে বিএনপি একজন দক্ষ, কর্মনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ সংগঠককে হারাল।
খালেদা জিয়া বলেন, দলকে সুসংগঠিত করতে মিঠু যে নিরলস পরিশ্রম করে গেছেন, তা শিবচর থানা বিএনপির প্রত্যেক নেতাকর্মীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি (খালেদা জিয়া) নাজমুল হুদা চৌধুরী মিঠুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।