কুষ্টিয়ায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ
কুষ্টিয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গড়ে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ জন রোগী চিকিৎসার জন্য বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে যাচ্ছেন।
গত এক সপ্তাহে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছেন ডায়রিয়ায় আক্রান্ত অন্তত ৫০০ রোগী। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসা নিচ্ছেন ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা।
ডায়রিয়ায় আক্রান্ত অধিকাংশই শিশু ও বৃদ্ধ। নোংরা পরিবেশ, দূষিত পানি ও বাসি-পচা খাবার থেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. জমির উদ্দিন জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সীমিত শয্যার ডায়রিয়া ওয়ার্ডে অতিরিক্ত রোগী ভর্তি হওয়ার কারণে অধিকাংশ রোগীকে হাসপাতালের বারান্দায় রেখে স্বল্পসংখ্যক জনবল দিয়ে চিকিৎসাসেবা চালানো হচ্ছে।