ছবি নয়, আঙুলের ছাপ দিয়ে পরিচয়পত্র যাচাইয়ের দাবি পর্দানশিন নারীদের
ছবি ছাড়া শুধু আঙুলের ছাপ দিয়ে জাতীয় পরিচয়পত্র না দেওয়ায় ইসি কর্মকর্তাদের বিচার দাবিতে পর্দানশীল নারীরা মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে। নারায়ণগঞ্জ জেলা পর্দানশীল নারী সমাজের ব্যানারে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে তারা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
বিগত ১৬ বছর যাবত ছবি ছাড়া পর্দানশীল নারীদের জাতীয় পরিচয়পত্র না দেওয়ায় ইসি কর্মকর্তাদের বিচার দাবি, পর্দানশীল নারীদের ছবি ছাড়া আঙুলের ছাপ দিয়েই জাতীয় পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক করা ও আঙুলের ছাপ নেওয়ার সময় নারী কর্মীকেই থাকতে হবে, এ তিন দাবিতে মানববন্ধন করেছেন পর্দানশীল নারীরা।
মানববন্ধনে পর্দানশীল নারীরা অভিযোগ করে বলেন, শুধু ভোটের জন্যই নয়, জমি কেনাবেচা, ব্যাংকসহ প্রায় সব কাজেই এখন জাতীয় পরিচয়পত্র প্রয়োজন। তাই পর্দানশীল নারীদের ছবি ছাড়া আঙুলের ছাপ দিয়েই জাতীয় পরিচয়পত্র দিতে হবে।