যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
যশোর শহরের বারান্দিপাড়া-ঝুমঝুমপুর সেতুর পশ্চিম পাশে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স ২৭ বছর বলে জানা গেছে।
পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি গুলি ও তিনটি দা উদ্ধার করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, রাতে বারান্দিপাড়া এলাকায় ডাকাতদের সঙ্গে মাদক বিক্রেতাদের গোলাগুলি হচ্ছে বলে জানতে পারে পুলিশ। ঘটনাস্থলে গেলে পুলিশ ১০টি ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তদের হটিয়ে দেয়। এর পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। তাঁর মাথায় গুলি লেগেছিল।
কাজল মল্লিক আরো জানান, নিহত যুবকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।