বরিশালে মদ-বিয়ারসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
বরিশালের উজিরপুর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ দুই ব্যক্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল উজিরপুর উপজেলার ইচলাদি বাসস্ট্যান্ড থেকে একটি মাইক্রোবাস, ৪২টি কার্টনভর্তি ৮০০ ক্যান বিয়ার ও ১০৯ বোতল বিদেশিমদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনা জেলার চান্দখালী ইউনিয়নের মো. ইউসুফ ও মাইক্রোবাসচালক জুয়েল মিয়া।
পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান জানান, একটি মাইক্রোবাসে রাজধানীর গুলশান থেকে মাদক আসছে এমন একটি সংবাদ পান তাঁরা। এর ভিত্তিতে উজিরপুর উপজেলার ইচলাদি টোলঘরের কাছে ঢাকা থেকে আসা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ১১-৮৫২৪) তল্লাশি করেন। এ সময় এসব মালামাল জব্দ ও দুজনকে গ্রেপ্তার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।