মাদারীপুরের শাফিয়া শরীফের পীরজাদার ইন্তেকাল
দরবারে আউলিয়া শাফিয়া শরীফের গদ্দিনসীন পীর শাহজাদা-এ গাউছুল আজম শাহসুফী সৈয়দ মাহতাবউদ্দিন আহমেদ আর নেই। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নিজ দরবার শরীফের বাসভবনে বার্ধক্যজনিত কারণে লাখো ভক্তকে কাঁদিয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি।
পীর সৈয়দ মাহতাবউদ্দিন আহমেদের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও কয়েক লাখ মুরিদান রেখে গেছেন। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর দরবারে আউলিয়া শাফিয়া শরীফের মাঠে জানাজা শেষে তাঁর বাবা পীর শাহজাদা-এ গাউছুল আজম শাহসুফী সৈয়দ বাদশা মিয়া ও দাদা পীর শাহজাদা-এ গাউছুল আজম শাহসুফী সৈয়দ আমির আলী শাহের কবরের কাছে সমাহিত করা হবে। দাফন অনুষ্ঠানে কয়েক লাখ ভক্তের উপস্থিতি ঘটবে বলে জানা গেছে।
পীর শাহজাদা-এ গাউছুল আজম শাহসুফী সৈয়দ মাহতাবউদ্দিন আহমেদের মৃত্যুতে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে ও রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক ও রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান খান, রাজৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার এক শোকবাণীতে মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।