গাছের সঙ্গে ধাক্কা, দুই বাসযাত্রী নিহত
কুষ্টিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের দৌলতপুর উপজেলার কৈপালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজন বাসচালকের সহকারী। তাঁর নাম বাবু (২৫)। অন্যজন বাসের যাত্রী, নাম পলান (৩০)। নিহত পলানের বাড়ি ঈশ্বরদী, তিনি পেশায় ব্যবসায়ী।
এ ঘটনায় গুরুতর আহত ২০ জনের মধ্যে মাহাবুব, ফরিদা বেগম, সাবিনা, বিল্লাল মোল্লা, তুহিন, নওশাদ, শুদ্ধা, তৃষাণ, আশরাফ, চমৎকার, খোকন, ওসমানসহ ১৫ জনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে কুষ্টিয়া থেকে শানে খোদা নামে প্রাগপুর অভিমুখী একটি যাত্রীবাহী বাস দৌলতপুরের কৈপালে নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুতের খুঁটি ও রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।