মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিলকে শেষ শ্রদ্ধা
নারী মুক্তিযোদ্ধা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী শিরিন বানু মিতিলের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ শুক্রবার সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে লাশের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আমীর-উল ইসলাম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকীসহ মরহুমার আত্মীয়স্বজন। এ সময় তাঁরা শিরিন বানু মিতিলের দীর্ঘ কর্মময় জীবন, মুক্তিযুদ্ধকালীন সাহসী কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে পাঠ্যপুস্তকে তাঁর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানান।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিতিলের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে দাফনের জন্য নেওয়া হয়।