দুদকের মামলায় আব্বাসের জামিন শুনানি ২১ এপ্রিল
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার জামিন আবেদনের শুনানি আগামী ২১ এপ্রিল। আজ বৃহস্পতিবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন নির্ধারণ করেন।
মির্জা আব্বাসের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আদালতে মামলাটি শুনানির তালিকাভুক্তির জন্য আবেদন করলে আদালত এটি নথিভুক্ত করে এই দিন নির্ধারণ করেন।
এ বিষয়ে মাহবুব উদ্দিন খোকন এনটিভি অনলাইনকে বলেন, ‘মির্জা আব্বাসের বিরুদ্ধে এই মামলাটির জামিনের জন্য আমরা এর আগে অন্য একটি বেঞ্চে আবেদন করেছিলাম। কিন্তু ওই আদালত এখতিয়ার নেই মর্মে আমাদের ফিরিয়ে দেন। আজ নতুন করে আদালতে আবেদন করার পর আদালত শুনানির জন্য দিন ধার্য করে দিয়েছেন।’
এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার খোকন বলেন, ‘মির্জা আব্বাসের আরো দুটি মামলায় আদালত দ্বৈত আদেশ দেওয়ায় এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করার সুযোগ নেই।’
গতকাল বুধবার মির্জা আব্বাসের জামিন আবেদনের ওপর বিভক্ত আদেশ দেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদেশে জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী মির্জা আব্বাসকে তিন সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেন। আর কনিষ্ঠ বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর বিএনপির স্থায়ী কমিটির সদস্যের জামিন আবেদন খারিজ করে দেন।
২০১৪ সালের ৬ মার্চ প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) শাহবাগ থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে।