ভারতীয় কিশোরী হাজির বরিশালে, প্রেমিক পলাতক
ভারত থেকে নিখোঁজ হওয়ার এক মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। আজ শুক্রবার বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার কালবিলা গ্রাম থেকে বৈশাখী কাণ্ডার (১৬) নামে ওই কিশোরীকে উদ্ধার করে র্যাব-৮।
বৈশাখী জানিয়েছে, বরিশালের ছেলে স্বপন মল্লিকের সঙ্গে প্রেমের সম্পর্ক ধরে সে বাংলাদেশে এসেছে।
বৈশাখী ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বোসাক থানার জটিরামপুর গ্রামের বাসিন্দা। বৈশাখীর বাবার নাম তরুণ কাণ্ডার। বৈশাখী রাঙাবেলিয়া হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। বৈশাখী বর্তমানে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কাছে আছে।
আজ শুক্রবার বরিশালে র্যাব ৮ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। র্যাব ৮-এর ১ নং কোম্পানি কমান্ডার লে. রুহুল আমিন বলেন, ‘বৈশাখী কাণ্ডার গত ২২ জুন স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হয়। এরপর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই দিন বৈশাখীর মা নিবেদিতা কাণ্ডার বাদী হয়ে বোসাক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তী সময়ে পুলিশ ওই জিডিটি মামলা হিসেবে রুজু করে।’
রুহুল আমিন আরো জানান, পাচারবিরোধী জোটের মাধ্যমে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতিকে জানানো হয় বৈশাখী পালিয়ে বাংলাদেশে অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে প্রশাসনিকভাবে নানা প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত করে শুক্রবার বিকেলে র্যাবের সহায়তায় বৈশাখীকে কালবিলা গ্রামের মনীন্দ্র মল্লিকের বাড়ি থেকে উদ্ধার করা হয়।
রুহুল আমিন জানান, উদ্ধারের পর বৈশাখী জানিয়েছে প্রেমের টানে সে স্বেচ্ছায় মনীন্দ্র মল্লিকের ছেলে স্বপন মল্লিকের সঙ্গে এসেছে। স্বপন বৈশাখীদের বাড়িতে রং দেওয়ার কাজ করেছিলেন। তবে অভিযানের আগেই স্বপন মল্লিক পালিয়ে যান।