পঞ্চগড়ে ১৪ দলের সন্ত্রাস-জঙ্গিবিরোধী কমিটি গঠন
পঞ্চগড়ে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী জেলা কমিটি গঠন করেছে ১৪ দল।
গতকাল শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী প্রতিবাদ সভা শেষে রাতে ওই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে সভাপতি এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজাহারুল হক প্রধান, জেলা জাসদ সভাপতি আব্দুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, জাতীয় পার্টির (জেপি) সদস্য সচিব আমিনুর রহমান প্রমুখ।
সভায় জেলা আওয়ামী লীগের নেতাসহ ১৪ দলের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা ও সাংবাদিকদের নিয়ে একটি সন্ত্রাস ও জঙ্গিবিরোধী কমিটি গঠন করা হয়।