জাবিতে ছাত্রী লাঞ্ছনাকারীদের বিচারের দাবিতে আল্টিমেটাম
পহেলা বৈশাখ রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রী লাঞ্ছণার সাথে জড়িত নিপীড়কদের বিচারে ২০ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশ থেকে এ আল্টিমেটাম ঘোষণা করেন তাঁরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে শুরু হয়ে টারজান পয়েন্ট-কামাল উদ্দিন হল- শহীদ সালাম বরকত হল হয়ে ফজিলাতুন্নেসা হলের সামনে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধার্থ কাজল, ৩৮ তম ব্যাচের শিক্ষার্থী আতিয়া ফেরদৌসী চৈতি এবং ৪০তম ব্যাচের শিক্ষার্থী জয় সেন তনচংগ্যা।
সমাবেশ থেকে আগামী ২০ এপ্রিলের মধ্যে এ ঘটনার বিচারের জন্য আল্টিমেটাম ঘোষণা করেন শিক্ষার্থীরা। অন্যথায় নিপীড়কদের ক্যাম্পাস থেকে বিতাড়নের ঘোষণা দিয়েছে তাঁরা।
উল্লেখ্য, পহেলা বৈশাখ রাতে পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ছিনতাই ও যৌন নিপীড়নের অভিযোগ করেছেন এক ছাত্রী। এর জের ধরে বিকেলে পাঁচ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।