পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ৩৫টি ঘরবাড়ি পুড়ে ছাই
পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের হিন্দু অধ্যুষিত নুনিয়াপাড়া গ্রামে ১৫টি পরিবারের প্রায় ৩৫টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী, পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে ওই গ্রামের অক্ষয় কুমারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন গোটা গ্রামে ছড়িয়ে পড়ে।
চাকলাহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু দাউদ প্রধান জানান, চাকলাহাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জীতেন্দ্রনাথ, মুক্তিযোদ্ধা দ্বিজেন্দ্রনাথসহ ১৫টি পরিবারের প্রায় ৩৫টি ঘরবাড়ি, বিষ্ণু মন্দির, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে দুই হাজার টাকা, ২০ কেজি চাল ও দুটি করে কম্বল দেওয়া হচ্ছে। পরে টিন, থালাবাসনসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে বলে তিনি জানিয়েছেন।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. আবদুল মালেক ১২টি পরিবারের ৩০টি ঘর পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে বলেও তিনি জানিয়েছেন।