সরকারের নির্বাচনী আচরণ ভালো নয় : হান্নান শাহ
বর্তমান সরকারের নির্বাচনী আচার-আচরণ মোটেও ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের সহায়তায় সমন্বয় কমিটির ঘোষণা দেন হান্নান শাহ। ওই সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।
হান্নান শাহ বলেন, ‘আমি যা দেখতে পাচ্ছি, যেসব বরেণ্য ব্যক্তিত্ব ও কর্মী আছেন, তাঁরা যদি মনোযোগ দিয়ে কাজ করেন, বিজয় তো ইনশাআল্লাহ সুনিশ্চিত বটেই এবং ঢাকা দক্ষিণে সরকারি দল যেভাবে হারবে, সেটা বোধ হয়, গাজীপুরে যেটা করেছিলাম, এক লাখ ভোট, এখানে তার চেয়েও বেশি ভোটে তাদের আমরা হারাতে চাই।’
বিএনপি নেতা বলেন, ‘আপনারা শুনেছেন, আমাদের ওয়ার্ড কতগুলো। সমন্বয় করার জন্য আমরা ৫৭টি ওয়ার্ডকে আটটি সেক্টরে ভাগ করেছি।’
হান্নান শাহ বলেন, প্রতিটি সেক্টরের জন্য সাত-আটজন লোককে দায়িত্ব দেওয়া হবে, যাঁরা মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীর লোকজনের সঙ্গে যোগাযোগ করবেন। তিনি বলেন, ‘এই যোগাযোগ যেমন প্রচারকাজের জন্য হবে, ঠিক তেমনি ইলেকশনের দিন কেবল মনিটরিংই (তদারকি) নয়, প্রতিটি কেন্দ্র আমরা অতীতে দেখেছি যে বিভিন্নভাবে সরকারি দল জোর-জবরদস্তি করে ছিনিয়ে নিতে চায়। আমার অভিজ্ঞতা বলে, আপনাদের অভিজ্ঞতা বলে যে এই জন্য প্রয়োজনীয় সিকিউরিটি (নিরাপত্তা) দরকার। সেই সিকিউরিটি আমরা অন্যান্য জায়গায়, লোকাল ভাষায় বলতাম এগুলোকে পাহারা দিতে হবে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, ‘পাহারা না দিলে কী হয়, সেটা আপনারা জানেন। পাহারা দিলে আমরা যে ভোটগুলো পাব, সেগুলো সঠিকভাবে গণনা করা হবে। আমাদের প্রার্থী সত্যিকার অর্থে বিজয়ী হবে।’ এ সময় তিনি আরো বলেন, ‘ভাইয়েরা আমার, কেন বারবার এগুলো বলছি? কারণ, এই সরকারের নির্বাচনী আচার-আচরণ কিন্তু মোটেই ভালো না। নির্বাচন কমিশনকে তারা সঠিকভাবে কাজ করতে দেয় না।’ এ সময় নির্বাচনের সাতদিন আগে থেকে সেনাবাহিনী মোতায়েনের জোর দাবি জানান তিনি।
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। উত্তরে বিএনপি-সমর্থিত তাবিথ আউয়াল ও দক্ষিণে মির্জা আব্বাস মেয়র পদের জন্য লড়াই করছেন।