বিচারকদের ১৮৬ দিন ছুটির বিপক্ষে প্রধান বিচারপতি
বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, ‘তিন লাখ মামলা নিয়ে আমরা বিলাসিতা করতে পারি না। আমরা বছরে ১৮৬ দিন ছুটি নিতে পারি না।’ আজ শুক্রবার দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত বৈশাখী উৎসবে এসব কথা বলেন তিনি।
এস কে সিনহা বলেন, ‘আমরা যদি যোগ করি, তাহলে ছয় মাসের অতিরিক্ত ছুটি একজন বিচারক ভোগ করেন। এটা রিয়েলিটি (বাস্তবতা)। এটা কেউ আমরা ধামাচাপা দিতে পারব না। এই ছুটি নিয়ে আমরা তিন লাখ মামলা থেকে যদি এ রকম চলি তাহলে ১০ লাখ মামলা হবে আরো টেন ইয়ারসে (১০ বছর)।’
‘আইনজীবীদের মধ্যে যেমন বিভাজন আছে, তেমনি আইনের শাসনের প্রতিও শ্রদ্ধাশীল নন অনেকে। যাদের মধ্যে আছে রাজনৈতিক দল আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।’ যোগ করেন প্রধান। তিনি বলেন, ‘বিচারপতি আছেন, আইনজীবী নাই। আবার আইনজীবী আছেন, বিচারপতি নাই। এমন নানা কারণেই বিচার বিভাগে ঝুলে আছে প্রায় তিন লাখ মামলা।’ নিজে উদ্যোগী হয়ে এসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে চাইলেও সব সময় সবার সহযোগিতা পান না বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, বছরের প্রায় অর্ধেকটা সময় ছুটিতে কাটালে ভুক্তভোগী মানুষজনের কষ্ট বাড়বে ছাড়া কমবে না। তিনি বলেন, আইনজীবীদের দলাদলির কারণে তাঁরা নিজেরাই সমস্যায় পড়ছেন। তাই দিনশেষে সবাইকে যার যার জায়গা থেকে আত্মসমালোচনা করে, পরদিনের কাজ শুরুর পরামর্শ দেন তিনি।