পঞ্চগড়ে হাজারো মানুষ পানিবন্দি, খাদ্য সংকট
করতোয়া ও মহানন্দা নদীর পানি বাড়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চারটি ইউনিয়নের সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসব পরিবারকে বাড়িঘর ছাড়তে হয়েছে। দেখা দিয়েছে খাদ্য ও খাবার পানির সংকট। তবে উপজেলা প্রশাসন থেকে এখনো সাহায্য পৌঁছেনি।
দেবনগর ইউনিয়নের আঠারোখারী গ্রামের ফরিদা আক্তার জানান, গত দুদিন পানি বেড়ে যাওয়ায় রান্নাবান্না করা যাচ্ছে না। খাবার পানি নেই। অনাহারে-অর্ধাহারে থাকতে হচ্ছে।
তেঁতুলিয়া উপজেলার পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক জানান, করতোয়া নদীর পানি বেড়ে যাওয়ায় আঠারোখারী এলাকা প্লাবিত হয়েছে। এতে এলাকার ১২৬টি পরিবার পানিবন্দি হয়ে পড়ে। পরিবার-পরিজন নিয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে স্থানীয় স্কুল-কলেজে আশ্রয় নিয়েছেন। খাদ্য সংকটে পড়েছে পানিবন্দি মানুষ।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সাত দিন ধরে প্রবল বর্ষণ হচ্ছে। আর ভারত বিভিন্ন ব্যারাজ খুলে দিয়ে অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে। এর ফলে করতোয়া ও মহানন্দা নদীর পানি আকস্মিক বেড়ে গেছে। এতে তেঁতুলিয়া উপজেলার দেবনগর, ভজনপুর, তেঁতুলিয়া ও তীরনইহাট ইউনিয়নের সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
বেলায়েত হোসেন বলেন, ‘তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ আমরা পানিবন্দি এলাকা পরিদর্শন করেছি। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরি করা হচ্ছে। উপজেলা পরিষদ থেকে প্রায় ৮০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। জেলা প্রশাসন থেকে চাল ও টাকা বরাদ্দ করা হলে সেগুলোও বিতরণ করা হবে।’