৫ জানুয়ারির মতো ঘৃণ্য নির্বাচন চাই না : এমাজউদ্দীন
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন যদি ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো হয় তাহলে ওই নির্বাচন এবার বাংলার জনগণ সহ্য করবে না বলে মন্তব্য করেছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
আজ শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা ও আলোচনা সভায় এমাজউদ্দীন এ কথা বলেন।
অধ্যাপক এমাজউদ্দীন বলেন, ‘নির্বাচনে ভোট দেওয়া জনগণের মৌলিক অধিকার। আর বর্তমান সরকারের কোনো অধিকার নেই জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার।’ নির্বাচনী প্রচার-প্রচারণায় সব দলের প্রার্থীদের সমান সুযোগ দেওয়ার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মাঠে সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য।
এমাজউদ্দীন আহমদ আরো বলেন, ‘২০১৪-এর ওই ৫ জানুয়ারির যে একটা ঘৃণ্য নির্বাচন হয়েছে, এই রকম ঘৃণ্য নির্বাচন নতুনভাবে আমরা দেখতে চাই না। এবং এটা জাতি আর সহ্যও করবে না। ওই রকম নির্বাচন যদি আবার হয়, জাতি সহ্য করবে না।’