বরিশালে সাংবাদিক হত্যায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ
বরিশালের মুলাদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মনির হত্যায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্ত রায় এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুজন হলেন আলাউদ্দিন রাঢ়ি (৫২) ও তাঁর ছেলে রাসেল রাঢ়ি (২৭)। মামলার অপর আসামি আলাউদ্দিনের বড় ছেলে সোহাগ রাঢ়িকে খালাস দেওয়া হয়েছে।
ওই তিনজনই মুলাদী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রায় ঘোষণার সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে একজন খালাস পাওয়ায় খুশি হননি সাংবাদিক মনিরের স্ত্রী হামিদা বেগম। তিনি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১০ সালের ২১ ডিসেম্বর কোদাল দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে সাংবাদিক মনিরকে আহত করা হয়। ঢাকা নেওয়ার পথে রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ২০১০ সালের ২২ ডিসেম্বর মনিরের ভাই জসিম উদ্দিন খোকা মুলাদী থানায় মামলা করেন। এ মামলায় আলাউদ্দিন রাঢ়ি ও তাঁর দুই ছেলে সোহাগ রাঢ়ি, রাসেল রাঢ়ি এবং স্ত্রী আলেয়া বেগম ও প্রতিবেশী মোতালেব রাঢ়িকে আসামি করা হয়।
২০১১ সালের ১৭ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) কায়কোবাদ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
২০১৪ সালের ২ জুলাই মামলার এক আসামি মোতালেব রাঢ়ি মারা যান। পরবর্তী সময়ে ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি আলেয়া বেগমকে অব্যাহতি দিয়ে তিন আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করেন আদালত। এর পর বিভিন্ন সময়ে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত রায় দেন।