শিক্ষকের বাসায় ডাকাতি, টাকাসহ স্বর্ণালংকার লুট

মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় আবু বক্কর নামের এক শিক্ষকের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এতে টাকা, স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
আবু বক্কর জানান, একদল অস্ত্রধারী ডাকাত রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাড়ির ভেতর প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে মারধর করে। এ সময় একটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের দুল, এক জোড়া স্বর্ণের হাতবালা, ১৫ হাজার টাকা, দুটি মোবাইলসহ দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত কয়েক বছরে একই বাড়িটিতে তিনবার ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, যতটুকু জানা গেছে, এটা স্থানীয় লোকজনের কাজ। এরই মধ্যে লুট হওয়া মালামাল উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। ভুক্তভোগী চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।