বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার অভিনন্দন
পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচ একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ৭৯ রানের বড় জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ শুক্রবার দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তানের সঙ্গে খেলায় এ জয়ের পর পরই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে সংবাদমাধ্যমে এ অভিনন্দন বার্তা পাঠানো হয়।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, এ বিজয় গর্বের। এ জয়ে রাষ্ট্রপতি বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, এ বিজয়ে প্রধানমন্ত্রী ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়, দলের ম্যানেজার, কোচ, বিসিবি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
সিরিজের আগামী ম্যাচগুলোতেও বাংলাদেশ দল এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেটে ধারাবাহিক সাফল্যও কামনা করেন।
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে জানান, ‘পাকিস্তানের সঙ্গে ক্রিকেটে বিশাল জয় পাওয়ায় ম্যাডাম বাংলাদেশ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।’ তিনি আরো জানান, দেশের এ জয়ে বিএনপি চেয়ারপারসন আনন্দিত ও গর্বিত।