ঝিনাইদহে ট্রাক খাদে পড়ে নিহত ৫
ঝিনাইদহের কালীগঞ্জ-জীবননগর সড়কের কাটাখালীতে কাঁচামালবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর থেকে কোটচাঁদপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার জীবননগরের উথলী গ্রামের লিটন (৩২), সনেরহুদা গ্রামের মনজিল (৪৫), একতারপুর গ্রামের মাইন উদ্দিন (৫০), দামুড়হুদার কাদিরপুর গ্রামের হাসেম (৫০) ও একই গ্রামের মোস্তাক ( ৪৫)। তাঁরা সবাই কাঁচামালের ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ ।
প্রাথমিকভাবে জানা গেছে, চুয়াডাঙ্গার দর্শনা থেকে ছেড়ে আসা কচুবোঝাই একটি ট্রাক খুলনায় যাওয়ার পথে কালীগঞ্জ-জীবননগর সড়কের কাটাখালীতে আসার পর সামনের একটি চাকা পাংচার হয়ে হয়ে যায়। এতে ট্রাকটি পাশের খাদে উল্টে পানিতে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আবদুস সাত্তারকে (৬৫) উদ্ধার করা হয়েছে।
হতাহতদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানা গেছে।