মাগুরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
মাগুরার সদর উপজেলার মঘীর ঢাল এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি পাইপ গান, দুটি গুলি, চারটি বোমা, একটি চাপাতি ও গাছ কাটা একটি করাত উদ্ধার করেছে।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম ওরফে রফি ওরফে নজরুল ওরফে মোয়াজ্জেম। পুলিশের দাবি, তিনি আন্তজেলা ডাকাতদলের সর্দার। তাঁর নামে বিভিন্ন থানায় ২৯টি মামলা রয়েছে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মাগুরা-যশোর মহাসড়কের মঘীর ঢাল এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছিল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ওত পেতে থাকা ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ও হাতবোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতদলের সর্দার রফিকুল গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাঁকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। এ সময় পুলিশের এসআই বিশ্বজিৎ ও তৌহিদ এবং দুই কনস্টেবল আহত হন।
নিহত রফিকুলের বিরুদ্ধে মাগুরা, যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলায় ২৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তিনি সাতক্ষীরা আশাশুনি উপজেলার দেওলা পশ্চিমপাড়ার বাসিন্দা। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।