চলে গেলেন আ. লীগ নেতা মাহবুবুর রহমান
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মাহবুবুর রহমান আর নেই। আজ বৃহস্পতিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি....রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
মাহবুবুর রহমানের দীর্ঘদিনের ঘনিষ্ঠজন ও রাঙামাটি চেম্বারের সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া জানিয়েছেন, দুপুরে খাবার পর তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান। তাঁকে তাৎক্ষণিকভাবে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আকাই প্রু মারমা জানিয়েছেন, হাসপাতালে যখন মাহবুবুর রহমানকে আনা হয়, তখনই তিনি মৃত। দুপুর পৌনে ২টার দিকে তাঁকে হাসপাতালে আনা হয় বলেও জানান এই চিকিৎসক।
মাহবুবুর রহমান রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান, রাঙামাটি চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য, রাঙামাটি কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি, রাঙামাটি জেলা আওয়ামী লীগে দীর্ঘদিন সহসভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।
মাহবুবুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান বিপুল নেতাকর্মী, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজি মো. শাহ আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল মানুষ।
পারিবারিক ও দলীয় সূত্র জানিয়েছে, তবলছড়ির নিজ বাসায় যাবতীয় প্রস্তুতি শেষে মাহবুবুর রহমানের মরদেহ দলীয় কার্যালয়ে নেওয়া হবে এবং সেখান থেকে তবলছড়ি কোতোয়ালি থানার মাঠে জানাজা শেষে রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
শোক আর শ্রদ্ধা
এদিকে মাহবুবুর রহমানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠন।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর, পৌর আওয়ামী লীগের সভাপতি সোলায়মান চৌধুরী ও সাধারণ সম্পাদক মনসুর আলী, জেলা যুবলীগের পক্ষে সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল আলম রাশেদ ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক অপু শ্রীং লেপচা, রাঙামাটি কলেজ ছাত্রলীগের আহমেদ ইমতিয়াজ রিয়াদ, শ্রমিক লীগের সামসুল আলম প্রমুখ মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতারা মাহবুবুর রহমানের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতাকে হারাল, যার শূন্যতা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়।
এ দিকে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম ও সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাত মো. সায়েমও পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু ছৈয়দ ও সাধারণ সম্পাদক তাপস দাশও মাহবুবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।