কমিউনিস্ট নেতা অচিন্ত্য বিশ্বাস আর নেই
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি কমিউনিস্ট নেতা অচিন্ত্য বিশ্বাস আর নেই।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি নিউরোলজিক্যাল রোগে ভুগছিলেন।
কমরেড অচিন্ত্য বিশ্বাসের মৃত্যুতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতারা বলেন, কমরেড অচিন্ত্য বিশ্বাস খুলনা অঞ্চলে কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট আন্দোলন ও কৃষক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। খুলনা অঞ্চলে অবৈধ চিংড়িঘেরবিরোধী আন্দোলনসহ নানা আন্দোলনে নেতৃত্ব দিয়ে সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছিলেন। নির্বাচনী লড়াইয়েও তিনি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে নেতারা আরো বলেন, অচিন্ত্য বিশ্বাসের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর ত্যাগ, সততা, আদর্শনিষ্ঠা, নেতৃত্বের গুণাবলী তরুণদের সবসময় উজ্জীবিত করেছে। আগামী দিনেও তরুণদের কাছে তিনি দৃষ্টান্ত হয়ে থাকবেন। তাঁর বিপ্লবী জীবন থেকে কমিউনিস্ট আন্দোলনের কর্মীদের শিক্ষা গ্রহণ করতে হবে।
বিবৃতিতে নেতারা প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।