ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশের মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইসলাম জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। বাংলার মানুষ শান্তিপ্রিয়। ধর্মের অপব্যাখ্যা মানে না তারা। দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে যুব সমাজকে বিপথে ঠেলে দেওয়া হচ্ছে। জামায়াত-শিবির এ কাজ করে রক্ষা পাবে না।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় ঝিনাইদহ পায়রা চত্বরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণসমাবেশে বক্তারা এসব কথা বলেন ।
জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম আমীন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তৈয়ব আলী জোয়ারদার, ঝিনাইদহ কলেজের অধ্যক্ষ বাদশা আলম প্রমুখ।