ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের চাকা লাইনচ্যুত, চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার পাগাচং এলাকায় একটি ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট পথে আপলাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মাঈনুল হোসেন জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি কনটেইনারবাহী ট্রেন বিকেল ৫টায় রেলপথের পাগাচং এলাকা অতিক্রম করছিল। তখন একটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট রুটের আপলাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়েছে বলেও জানান তিনি।
আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার পর এই পথে আবারও রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানান সহকারী স্টেশন মাস্টার। তবে এ জন্য আরো দু-তিন ঘণ্টা সময় লাগতে পারে।