বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে

বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ছবি : এনটিভি
বগুড়া সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে।
আজ শুক্রবার যমুনা নদীর পানি গতকাল বৃহস্পতিবারের চেয়ে ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দুই উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
পানি বাড়তে থাকায় আজ শুক্রবার সারিয়াকান্দি উপজেলার নয়টি ইউনিয়নের ৮৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে এ উপজেলায় ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচটি উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে।
বন্যার পানি বৃদ্ধির কারণে বাড়ছে জনদুর্ভোগ। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি ত্রাণসহায়তা এখনো সবার কাছে পৌঁছায়নি। বেসরকারি উদ্যোগেও কেউ ত্রাণসহায়তা নিয়ে দুর্গতদের পাশে দাঁড়ায়নি।