পঞ্চগড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে এক প্রতিবন্ধীসহ দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার জেলা শহরের ডোকরোপাড়া ও জালাসী এলাকায় ঘটনা দুটি ঘটে।
মৃত ওই শিশুরা হলো পৌরসভা এলাকার ডোকরোপাড়া গ্রামের আশরাফুল ইসলামের বাক ও শারীরিক প্রতিবন্ধী ছেলে মো. মানিক (১৩) এবং জালাসী গ্রামের মফিদুল ইসলামের দেড় বছরের শিশু মো. রোহান।
স্থানীয় লোকজন জানায়, জালাসী পাড়ার শিশু রোহান বড় ভাইয়ের পেছন পেছন বাড়ির পাশে একটি পুকুরের কাছে যায়। কিন্তু কখন রোহান পুকুরে পড়ে যায় বুঝতে পারেনি তার বড় ভাইসহ পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।
অন্যদিকে শহরের ডোকরোপাড়া মহল্লার বাক ও শারীরিক প্রতিবন্ধী শিশু মানিক শনিবার দুপুরে বাড়ির আশপাশে প্রতিদিনের মতো একাই খেলা করছিল। একপর্যায়ে সে পুকুরে নেমে পড়ে এবং গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস এম মাহাবুব উল আলম পানিতে পড়ে দুই শিশু নিহতের খবর নিশ্চিত করেছেন।