পঞ্চগড়ে স্কেটিং প্রশিক্ষণ শুরু
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে পঞ্চগড়ে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী রোলার স্কেটিং প্রশিক্ষণ।
আজ শনিবার বিকেলে সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদ এতে সহযোগিতা করছে।
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্বাস আলী, স্কেটিং প্রশিক্ষক আশরাফুল আলম, সহযোগী প্রশিক্ষক শামসুল আরেফিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সায়খুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এ সময় ক্রীড়া সংস্থার সহসভাপতি মির্জা নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন সরকার, কাজী সাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রোলার স্কেটিং খেলাকে জনপ্রিয় ও সর্বস্তরে পৌঁছে দিতে ফেডারেশন প্রথমবারের মতো পঞ্চগড়ে এই প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণে ১৩ থেকে অনূর্ধ্ব ১৬ বছর বয়সী ২০ জন অংশ নিচ্ছে। টেনিস মাঠে এই প্রশিক্ষণ চলছে।