পঞ্চগড়ে উদীচীর জঙ্গিবাদবিরোধী সমাবেশ
পঞ্চগড়ে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।
আজ শনিবার পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা উদীচীর সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সরকার, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের নেতা আজহারুল ইসলাম, অধ্যক্ষ মোবারক হোসেন, জেলা নাট্য সমিতির সহিদুল ইসলাম, আবদুল হান্নান প্রমুখ বক্তব্য দেন।