ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের তদন্তদল
বর্ষবরণের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হেনস্তার ঘটনার তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সদস্যের তদন্ত দল।
আজ রোববার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ও তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ ইব্রাহিম ফাতেমীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন তদন্ত কমিটির অন্য দুই সদস্য যুগ্ম পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান ও উপকমিশনার মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। এ সময় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামসহ আরো কয়েকজন পুলিশের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তদন্ত কমিটির প্রতিনিধিরা ঘটনাস্থলের আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং দোকানিদের সঙ্গে ওই ঘটনা নিয়ে কথা বলেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইব্রাহিম ফাতেমী সাংবদিকদের বলেন, ‘আমরা ভিডিও ফুটেজ দেখেছি। ওই দিন নারীর যৌন হেনস্তার মতো কোনো ঘটনা ঘটেছে কি না কিংবা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখছি। এ ছাড়া পুলিশের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে দায়িত্বে কোনো অবহেলা ছিল কিনা, তাও আমরা দেখছি। এই ধরনের ন্যক্কারজনক ঘটনার যেন পুনরাবৃতি না ঘটে, সেজন্য আমরা মামলাও করেছি। ভিডিও ফুটেজ প্রকাশ করেছি। অপরাধীদের খুঁজে বের করতে আমরা সবার সহযোগিতা চাই।’