বরিশালে অস্ত্র, গুলিসহ যুবক গ্রেপ্তার
বরিশাল শহর থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার আজ সকাল ১০টায় নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা থেকে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিভর্তি দুটি ম্যাগাজিনসহ মাহবুবুল আলমকে (২৮) গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।
গ্রেপ্তার মাহবুব চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহমপুর গ্রামের বাসিন্দা।
কোতোয়ালি থানার সহকারী কমিশনার আজাদ রহমান জানান, একটি ডাকাতদলের কাছে অস্ত্র বিক্রি করার জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে মাহবুব বরিশালে আসেন। সকালে পুলিশের একটি দল হাতেম আলী কলেজ গেট থেকে মাহবুবকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।