পাবনার রত্নগর্ভা মা রাবেয়া বেগমের ইন্তেকাল
পাবনার আটঘরিয়া উপজেলার বেরুয়ান গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম শাহাদত আলীর সহধর্মিণী মোছাম্মাৎ রাবেয়া বেগম (৮৪) আজ সোমবার বেলা পৌনে ১২টায় সিরাজগঞ্জের এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)।
মোছাম্মাৎ রাবেয়া বেগম পাঁচ ছেলে এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামী কাল মঙ্গলবার সকালে বেরুয়ানে জানাজা শেষে রাবেয়া বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
তিনি রত্নগর্ভা মহীয়সী নারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাঁর বড় ছেলে মেজর জেনারেল (অব.) এ এস এম নজরুল ইসলাম প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক, মেজ ছেলে এ কে এম কামরুল ইসলাম ফুটু আটঘরিয়া উপজেলার বেরুয়ান কলেজের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী, সেজো ছেলে এ বি এম আমিরুল ইসলাম রাঙা পাবনা জেলা জাসদের সভাপতি, চতুর্থ ছেলে এ টি এম ফখরুল ইসলাম সুজা পাবনার সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং ছোট ছেলে এ জেড এম আনোয়ারুল ইসলাম সঞ্জয় পাবনা জজকোর্টের আইনজীবী। তাঁর একমাত্র মেয়ে সেলিনা রহমান পুষ্প।
রাবেয়া বেগমের মৃত্যুতে জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।