পঞ্চগড়ে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মানববন্ধন
‘সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই’ স্লোগান সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে পঞ্চগড়ে। গতকাল সোমবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন পঞ্চগড় সরকারি মহিলা কলেজ কলেজ চত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর কানাই লাল কুণ্ড, উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মজিবর রহমান, সহকারী অধ্যাপক হাসনুর রশীদ বাবু, তৌহিদুল বারী বাবু, মোয়াজ্জেম হোসেন প্রমুখ এ সময়ে উপস্থিত ছিলেন।
এ সময় সন্ত্রাসী ও জঙ্গিদের বিষয়ে সজাগ থাকা এবং সন্ত্রাসী ও জঙ্গিদের বিষয়ে তথ্য প্রদানের জন্য সবাইকে আহ্বান জানানো হয়।