আটোয়ারীতে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের একদিন পর মো. লাবু (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাথরতোলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করা হয়।
লাবু ওই এলাকার বাবুল হোসেনের ছেলে। সে বারআউলিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
লাবুর পরিবারের সদস্যদের বরাত দিয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুল মালেক জানান, গতকাল সোমবার বিকেলে লাবু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এরপর সন্ধ্যা নাগাদ সে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। কোনো সন্ধান না পেয়ে পুকুরে ডুবে যেতে পারে এমন সন্দেহে গভীর রাতে পঞ্চগড় ফায়ার সার্ভিসকে খবর দেয়। আজ সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল পুকুরের তলদেশ থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর আলী জানান, উদ্ধারের পর লাবুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।