সোনাতলায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলম নান্নু মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নারকেল গাছ প্রতীক নিয়ে তিনি ছয় হাজার ৪৫৪ ভোট পেয়েছেন।
অল্পের জন্য পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুল বারী খান। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ছয় হাজার ৩৬৯ ভোট। অন্যদিকে বিএনপি দলীয় প্রার্থী এ টি এম গোলাম রফিক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫০১ ভোট।
আজ রোববার রাত ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী এই ফলাফল ঘোষণা করেন।
এর আগে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনাতলা পৌর নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয়। পৌরসভায় মোট নয়টি কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাঁদের ভোট দেন। এসব কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এ ছাড়া বিজিবি ও স্ট্রাইকিং ফোর্সও টহল দেয়।
পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।