চাঁদা না দেওয়ায় শিক্ষার্থীদের পেটালেন স্কুলসভাপতি

প্রথম সাময়িক পরীক্ষায় ফিয়ের অতিরিক্ত চাঁদা না দেওয়ায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার একটি স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ৩৫ শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়েছেন স্কুলসভাপতি। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা মৌন মিছিল নিয়ে থানা ঘেরাও করে।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকালে উপজেলার খোর্দ-ছাতীয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটান বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলাম।
শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন, প্রথম সাময়িক পরীক্ষায় ফিয়ের অতিরিক্ত চাঁদা বাবদ নুরুল ইসলাম প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছে ৫০ টাকা করে দাবি করেন। আজ মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা চাঁদা না নিয়েই বিদ্যালয়ে যায়।
নুরুল ইসলাম সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে এসে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের বেত দিয়ে পেটাতে থাকেন। শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও তাদের অভিভাবকরা ছুটে আসে। পরে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এরপর দুপুর আড়াইটার দিকে ক্ষুব্ধ অভিভাবকরা মৌন মিছিল নিয়ে দৌলতপুর থানা ঘেরাও করে। এ সময় আহত শিক্ষার্থীরাও মিছিলে ছিল। পুলিশ শিক্ষার্থীদের শরীরের বেতের আঘাতের জখম দেখে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যায়।
খোর্দ-ছাতীয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুর রহমান জানান, ঘটনার সময় তিনি বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। তবে, সভাপতি শিক্ষার্থীদের বেত দিয়ে আঘাত করেছেন বলে তিনি শুনেছেন।
দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মনছের হাবিব জানান, ঘটনা জানার পর স্কুলে গিয়ে পরীক্ষার ফিয়ের অতিরিক্ত ৫০ টাকা করে চাঁদার জন্য স্কুলসভাপতি শিক্ষার্থীদের পেটানোর ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।