কুমিল্লায় চিড়া-মুড়ির মিলে ডাকাতি, একজন আটক
কুমিল্লার বুড়িচং উপজেলায় এক চিড়া ও মুড়ির মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে দেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
‘ইউনুস অটো চিড়া ও মুড়ির মিল’টি স্থানীয় পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ৩০০ গজ দূরে অবস্থিত। এ ঘটনায় জড়িত সন্দেহে মিলের প্রহরী আবদুল কাদিরকে (৩০) আটক করেছে পুলিশ।
মিলের মালিক মো. ইউনুস মিয়া জানান, রাতে ১০-১৫ জনের একদল ডাকাত মিলের তালা কেটে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে শ্রমিকদের হাত-পা বেঁধে ডাকাতি করে। এ সময় ডাকাতরা মিলের বিভিন্ন মালামাল, টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মাল লুট করে। ডাকাতরা শ্রমিকদের মারধর করে বলেও তিনি জানান।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মিলের প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
মিলে রাতে অবস্থান করা শ্রমিক রাজীব হোসেন (১৬) ও পলাশ (১৮) জানান, ওই রাতে প্রহরীসহ ছয়জন শ্রমিক মিলে ছিলেন। মিলের পূর্ব পাশের গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে ১০-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত। পর্যায়ক্রমে ডাকাতরা আটটি মোটর, তিনটি বিদ্যুৎ ট্রান্সফরমার, সার্ভিস তার ও প্রায় তিন লাখ টাকা লুট করে।
শ্রমিকরা আরো জানান, ডাকাতরা ট্রাকে করে মালামাল নিয়ে পালিয়ে যায়। তারা নিজেদের ব্যবহৃত ইলেকট্রনিকস যন্ত্রপাতি, শাবল, স্ক্রু-ড্রাইভার ও দা ফেলে চলে যায়। খবর পেয়ে সকালে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তৌহিদ হোসেন ও মো. জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।