মাগুরা সদর উপজেলা চেয়ারম্যানের ইন্তেকাল
মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন (৭০) আজ বুধবার সকাল ৬টায় ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি ... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় আদর্শ কলেজ মাঠে প্রথম জানাজা ও ৬টার দিকে নিজ গ্রাম সদর উপজেলার সিরিজদিয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
নাজিম উদ্দিন প্রথম জীবনে কানুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরবর্তী সময়ে রাজনৈতিক জীবনে দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার আগে পরপর চারবার চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি। তাঁর মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ শোক প্রকাশ করেছেন।