বর্ষবরণে নারী হেনস্তাকারীদের বিচার দাবি
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নারী হেনস্তাকারীদের বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম জিরো পয়েন্ট শাপলা চত্বরে রংপুর-ভূরুঙ্গামারী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা নারীপক্ষের সহযোগিতায় অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্টের (এএফএডি) আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আহসান হাবীব নীলু, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএসের কর্মকর্তা হাসিবুন্নাহার, নারীনেত্রী রেশমা সুলতানা প্রমুখ।
বক্তারা নারী হেনস্তাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।