ঘোড়াশালে বিএনপি নেতা রাসিকুরের ইন্তেকাল
নরসিংদীর ঘোড়াশাল পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসিকুর রহমান রাসেল মৃধা (৫২) আর নেই। ক্যান্সারে আক্রান্ত রাসিকুর আজ রোববার সকালে পৌরসভার দড়িহাওলাপাড়া এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাসিকুর রহমান স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আসর দড়িহাওলাপাড়া এলাকার এমদাদুল উলুম এতিমখানা মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাসিকুর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান, পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলিপ, বর্তমান সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয়পার্টির বিভিন্ন নেতারা।
বিএনপি মহাসচিবের শোকবার্তা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক শোকবার্তায় বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম রাসেকুর রহমান (রাসেল মৃধা) ঘোড়াশাল পৌর বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা পৌর বিএনপির নেতাকর্মীরা কোনোদিন ভুলবেন না। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তাঁর সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। মরহুমের এলাকাবাসীর মতো আমিও তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম রাসেকুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় বিএনপি নেতা ড. আবদুল মঈন খান বলেন, পৌর বিএনপিকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে রাসেকুর রহমানের অবদানের কথা ঘোড়াশাল পৌর বিএনপির নেতাকর্মীরা কোনোদিন বিস্মৃত হবে না। ড. মঈন খান মরহুম রাসেকুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে শোক বিহ্বল পরিবার, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুরুপ এক শোকবার্তায় নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক রাসেকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, তাঁর মৃত্যু ঘোড়াশাল পৌর বিএনপির জন্য এক বিরাট ক্ষতি। ঘোড়াশাল পৌর বিএনপিকে শক্তিশালী করার জন্য এবং নেতাকর্মীদের সঙ্গে তাঁর সুসম্পর্কের জন্য তিনি এলাকায় চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।